অচিরেই রায় বাংলায় দেওয়া হবে: প্রধান বিচারপতি

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ অচিরেই সুপ্রিম কোর্টের সকল রায় বাংলায় দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।রবিবার (২১ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।প্রধান বিচারপতি বলেন,অচিরেই সুপ্রিম কোর্টের রায় বাংলায় দেওয়া হবে।এ জন্য আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে একটি অনুবাদ সেল গঠন করেছি।সেটি ইতোমধ্যেই কাজ শুরু করেছে।সৈয়দ মাহমুদ হোসেন বলেন, গত ডিসেম্বরে আমরা একটি সফটওয়্যারের ব্যবহার শুরু করেছি।ফলে সুপ্রিম কোর্টের সকল রায় ইংরেজি থেকে স্বয়ংক্রিয়ভাবে বাংলায় রূপান্তরিত হচ্ছে।রূপান্তর কাজ শেষ হলে আমরা আরও গুছিয়ে নেব।শ্রদ্ধা নিবেদনকালে তার সাথে ছিলেন সুপ্রিম কোর্টের দুই বিভাগের আইনজীবীরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আখতারুজ্জামান।

You might also like