অন্ত্রের ক্যান্সার পরীক্ষা করতে এনএইচএস এর প্রচারাভিযান
নিউজ ডেস্ক
সত্যবাণী
টাওয়ার হ্যামলেটসঃ এনএইচএস লন্ডন এর পক্ষ থেকে জীবন রক্ষাকারী একটি প্রচারাভিযান চালানো হচ্ছে। এনএইচএস এর ফ্রি বাওল (অন্ত্র) ক্যান্সার স্ক্রিনিং টেস্ট কিট ব্যবহার করতে টাওয়ার হ্যামলেটসের বাসিন্দাদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। যদি আপনার ক্যান্সার হয়ে থাকে, তাহলে ঘরে বসে এই পরীক্ষার মাধ্যমে তা সনাক্ত করা যেতে পারে।টাওয়ার হ্যামলেটসের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬০ থেকে ৭৪ বছর বয়সী যারা জিপিতে নিবন্ধিত আছেন, তাদের কাছে সয়ংক্রিয়ভাবে এই এনএইচএস বাওল ক্যান্সার স্ক্রিনিং কিট প্রতি দুই বছর অন্তর অন্তর পাঠানো হয়। এই পরীক্ষাটি ঘরে করা যায় এবং বাওল ক্যান্সার শনাক্ত করা এবং প্রাথমিক পর্যায়ে তা ধরা পড়লে সহজেই চিকিৎসা করতে এটি সাহায্য করে।