অপরূপ সাজে সেজেছে ইউরোপের দেশ পর্তুগাল

শাহ মো: তানভীর
সত্যবাণী

পর্তুগাল: রাস্তার দুইপাশের গাছগুলো ডালপালা জড়িয়ে ছাতার মতো শেড তৈরি করেছে ।ফুল গাছের ডালগুলো ছেয়ে গেছে বেগুনি রঙের ফুলে।হালকা নিলুয়া বাতাসে রাস্তার উপর ঝরে পড়ছে সে ফুলগুলো। দেখলে মনে হয় কোনো অতিথিকে বরণ করতে সাজানো হয়েছে। এমনই নয়নাভিরাম সৌন্দর্যের জানান দিচ্ছে ইউরোপের দেশ পর্তুগালের রাস্তার দু পাশে, মাঠে-পার্কে ফোটা জ্যাকারান্ডা ফুল।বেগুনি রঙের এই ফুলে ফুলে ভরে উঠেছে পর্তুগালের পথঘাট।মানুষের মনেও লেগেছে রঙের ছোঁয়া।পর্তুগালের রাজধানী লিসবনের রাস্তার দু পাশে,মাঠে-পার্কে ছড়িয়ে থাকা এই ফুল অপরূপ সৌন্দর্যমণ্ডিত করেছে ইউরোপের এই দেশটিকে।পর্তুগালের প্রায় সব জায়গায় কমবেশি দেখা যায় বেগুনি–নীল রঙের পাতাবিহীন একটি ফুলগাছ।


সাধারণত রাস্তার দুই পাশে সারি সারি করে বা বাড়ির সামনে-পেছনে লাগানো হয় আলংকারিক বা সৌন্দর্য বাড়ানো বৃক্ষ হিসেবে।ইতিমধ্যে করোনার প্রভাব কাটিয়ে স্বস্তি ফিরেছে পর্তুগালে ।ইউরোপের বিভিন্ন দেশ থেকে পর্তুগালে আসতে শুরু করেছেন ভ্রমন পিয়াসু পর্যটকরা।ফুলের মাতাল করা মিষ্টি গন্ধ মুগ্ধ করছে বিভিন্ন দেশ থেকে ঘুরতে আসা পর্যটকদের ।ইউরোপের দেশ স্পেন থেকে স্ত্রী নিয়ে ঘুরতে এসেছেন রবাট । তিনি জানান পর্তুগালে এই প্রথম তিনি পরিবার নিয়ে ঘুরতে এসেছেন ।রাস্তার দু পাশে, বেগুনি রঙের জ্যাকারান্ডা এই ফুল সত্যি তাকে অনেক মুগ্ধ করেছে ।রাস্তার দুইপাশে ফুলের এই দৃশ্যটা দেখে তার কাছে মনে হয় তিনি যেন স্বপ্নের কোনো জায়গায় হয়তো চলে এসেছেন ।

You might also like