আইডিয়া স্টোরগুলোতে ফ্রি অনলাইন মেম্বারশীপ
নিউজ ডেস্ক
সত্যবাণী
টাওয়ার হ্যামলেট্সঃ করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারনে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের আইডিয়া স্টোরগুলো বন্ধ থাকলেও আপনি অনলাইন মেম্বার হওয়ার মাধ্যমে এর সুবিশাল সংগ্রহ ও বিভিন্ন ধরনের কর্মসূচিতে অংশ নিতে পারেন বলে কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মেম্বারশীপ ফ্রি এবং আপনি ও আপনার পরিবারকে ই-বুকস, অডিও বুক ও ম্যাগাজিন সহ ঘন্টার পর ঘন্টার বিনোদনের বিপুল সমাহার রয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, আইডিয়া স্টোরগুলো তাদের শিশুদের কাছে খুবই প্রিয় কিছু কর্মসূচি অনলাইনে স্থানান্তর করেছে, যার মধ্যে রয়েছে আর্ট ক্লাব ও স্টোরি টাইম,আর বাচ্চারা দেখতে পাবে স্টাফরা তাদের ঘরে বসে তাদের কিছু প্রিয় বই ও নার্সারি রাইম পরিবেশন করছেন। বিস্তারিত তথ্য জানতে এবং ফ্রি সদস্যপদের জন্য ভিজিট করুন: www.ideastore.co.uk/home