আগামী মাসে জব রিটেনশন স্কিম ফারলো বন্ধ করে দিতে পারে সরকার

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডনঃ আগামী মাসে জব রিটেনশন স্কিম “ফারলো ”বন্ধ করে দিতে পারে সরকার। চ্যান্সেলর রিষি সুনাক এই সপ্তাহের শেষের দিকে এই ঘোষণা দেবেন বলে ধারনা করা হচ্ছে।সংবাদ মাধ্যাম মেট্রো জানিয়েছে ,বর্তমানে করোনাভাইরাস জব রিটেনশন স্কিমের আওতায় ৮ লক্ষ কর্মচারীকে সরকার ,তাদের বেতনের ৮০শতাংশ বেতন দিয়ে যাচ্ছে। সম্ভব্য নতুন ঘোষনার পর কোম্পানী গুলো আর কোনো কর্মচারীকে এই স্কিমটির আওতায় অন্তভূক্ত করতে পারবে না।চ্যান্সেলরের পূর্বের ঘোষনা অনুযায়ী, নিয়োগকর্তারা শ্রমিকদের যখন থেকে তাদের বেতনের ২০% প্রদান শুরু করবে, তখন সরকারের অবদান ৬০% এ নেমে আসবে।এদিকে সরকারী এই প্রকল্পের ব্যয় সম্পর্কেও ক্রমবর্ধমান উদ্বেগ বাড়ছে ।বাজেট অফিস জানিয়েছে সরকার বর্তমানে ৮.৪ বিলিয়ন বরাদ্ব দিয়েছে । এছাড়া ঋষি সুনাক এই

সপ্তাহে ফারলো স্কিম ব্যবহারকারী ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সাথে আলোচনা করবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ঘোষনায় জানিয়েছে ।চ্যান্সেলরের পূর্বের ঘোষনা অনুযায়ী, নিয়োগকর্তারা শ্রমিকদের যখন থেকে তাদের বেতনের ২০ শতাংশ প্রদান শুরু করবে, তখন সরকারের অবদান ৬০ শতাংশ নেমে আসবে। এদিকে সরকারী এই প্রকল্পের ব্যয় সম্পর্কেও ক্রমবর্ধমান উদ্বেগ বাড়ছে।

You might also like