আগামী ১০দিন সিলেটে আগাম বন্যার সম্ভাবনা নেই পাউবো

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সিলেটে টানা দু’ সপ্তাহ পর দেখা মিলল মেঘমুক্ত নীল স্বচ্ছ আকাশের। মাথার উপর নীল আকাশ, পাখিদের উড়ে বেড়ানো আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে রোদের তাপ। সব মিলিয়ে সিলেটবাসির মধ্যে সাময়িকভাবে কিছুটা আনন্দ পরিলক্ষিত হয়েছে। এরমধ্যে সিলেট পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে আগামী ১০ দিনে বন্যার আগাম কোন সতর্কসংকেত নেই।এদিকে গত শুক্রবার রাত থেকে বৃষ্টি না হওয়ায় কমেছে নদ-নদীর পানি। দীর্ঘদিন পর সকাল থেকেই সূর্য তাপ ছড়ানোয় সিলেটের বিভিন্ন এলাকার বন্যাকবলিত এবং নগরের বাসিন্দাদের মধ্যে অনেকটা স্বস্তি দেখা দিয়েছে।বানভাসিরা জানান, বন্যায় আমরা পানিবন্দী প্রায় ১৫ দিন থেকে। এ অবস্থায় আমাদের দম বন্ধ হয়ে যাচ্ছে মনে হচ্ছে। কিন্তু এ দু’দিন বৃষ্টি না হওয়ায় পানি কমতে দেখে আমাদের বেশ ভালো লাগছে। আমাদের আশা আগামী কয়েকদিনের মধ্যে বন্যার পানি পুরোপুরি কমে যাবে।সিলেট পাউবোর নির্বাহী প্রকৌশলী আসিফ আহমেদ বলেন, বৃষ্টি না হওয়ায় নদ-নদীর পানি কমছে, তবে অনেকটা ধীরগতিতে। আশা করছি, আরও কয়েক দিন বৃষ্টি না হলে পানি আরও কমবে। তিনি আরো বলেন, সিলেটে আগামী ১০ দিনের মধ্যে বন্যার আগাম কোনো সতর্কতা নেই।

You might also like