বাংলাদেশ বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকি,নিরপদে অবতরণ

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ ইতালির রোম থেকে ঢাকায় আসার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে।আজ বুধবার সকাল ৮টা ৫০ মিনিটে ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাসলিমা আক্তার আজ সকাল সোয়া ১০টার দিকে প্রথম আলোকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘এখন পর্যন্ত কোনো বোমা পাওয়া যায়নি। তবে তল্লাশি চলছে।বিমানবন্দর সূত্র জানায়, রোম থেকে ঢাকায় আসার পথে বিজি-৩৫৬ ফ্লাইটটিতে বোমা হামলার হুমকি দেওয়া হয়। ফ্লাইটটিতে ২৫০ জন যাত্রী ও ১৩ ক্রু ছিলেন। বিমানবন্দরে জরুরি অবতরণের পর তাঁদের ফ্লাইট থেকে দ্রুত নিরাপদে নামিয়ে আনা হয়।সূত্র আরও জানায়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফোন করে বোমা হামলার হুমকি দেওয়া হয়। এ হুমকি দেওয়া হয় একটি অপরিচিত নম্বর থেকে।হুমকির পর বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

You might also like