আগামী ১৯ মে জননেতা পঙ্কজ ভট্টাচার্যের নাগরিক স্মরণসভা

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ দেশের খ্যাতিমান ত্যাগী রাজনীতিবিদ, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ৬০এর দশকের স্বৈরশাসন বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, শ্রমিক-কৃষক মেহনতী মানুষের অকৃতিম বন্ধু, সংখ্যালঘু, আদিবাসীসহ নিপীড়িত মানুষের নাগরিক অধিকার আদায়ের আজীবন লড়াকু সৈনিক, ঐক্যন্যাপ সভাপতি ও সম্মিলিত সামাজিক আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা পঙ্কজ ভট্টাচার্যের মহাপ্রয়ানে আগামী ১৯ মে ২০২৩ শুক্রবার বেলা সাড়ে ৩টায় জাতীয় জাদুঘর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত হবে। গতকাল এক সংবাদ বিজ্ঞপিতে এই তথ্য জানান পঙ্কজ ভট্টাচার্য নাগরিক স্মরণসভা জাতীয় কমিটি।

পঙ্কজ ভট্টাচার্য নাগরিক স্মরণসভা জাতীয় কমিটির সদস্য সালেহ আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতিমধ্যে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারওয়ার আলী, নাট্যজন রামেন্দু মজুমদার ও বিশিষ্ট ইতিহাসবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেনকে আহ্বায়ক করে পঙ্কজ ভট্টাচার্য নাগরিক স্মরণসভা জাতীয় কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটিতে পদাধিকার বলে মক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনার পক্ষের সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ছাত্র-যুব-নারী, আদিবাসী, সংখ্যালঘু, উন্নয়ন সংগঠনসহ শ্রেণী পেশার সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিগণ অন্তর্ভূক্ত হবেন বলেও জানানো হয়।

উল্লেখ্য যে, পঙ্কজ ভট্টাচার্য গত ২৪ এপ্রিল সোমবার প্রথম প্রহরে (রবিবার দিবাগত রাত ১২.২৮ মিনিট) ঢাকা হেলথ এন্ড হোপ হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৩ বছর।

You might also like