আফগানিস্তানকে ১১৫ রানে আটকালো বাংলাদেশ

নিউজ ডেস্ক
সত্যবাণী

কিংস্টন: শেষ ওভারে ২টি ছক্কা হজম করে ফেললেন তানজিম হাসান সাকিব। পুরো ইনিংসে রান নিয়ন্ত্রণে রাখতে পারলেও শেষ ওভারের ১৫ রানই আফগানিস্তানকে চ্যালেঞ্জিং স্কোর এনে দিতে সক্ষম হলো। বাংলাদেশকে শেষ পর্যন্ত ১১৬ রানের লক্ষ্য দিলো আফগানিস্তান।শুরুতে আফগানিস্তানের ব্যাটারদের উইকেট নিতে না পারলেও রানের গতি ভালোভাবেই নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হচ্ছিলেন বাংলাদেশের বোলাররা।চাপের মধ্যে রেখে ৫৯ রানে ভাঙেন উদ্বোধনী জুটি। উইকেট নিয়েছিলেন রিশাদ হোসেন। এরপর ৮৪ রানের মাথায় দ্বিতীয় উইকেটের পতন ঘটান মোস্তাফিজুর রহমান। আউট হলেন আজমতউল্লাহ ওমরজাই।এরপর নিজের তৃতীয় ওভার বল করতে এসে এবার আরও বেশি বিধ্বংসী হলেন রিশাদ হোসেন। এক ওভারেই নিলেন ২ উইকেট। ফেরালেন দুই মারকুটে ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ এবং গুলবাদিন নাইবকে।শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১১৫ রান সংগ্রহ করতে সক্ষম হলো আফগানরা।

You might also like