আফগানিস্তানে আটকেপড়া বাংলাদেশিরা ফিরছেন আজ

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ তালেবান যোদ্ধাদের কাবুল দখলের পর আফগানিস্তানে আটকা পড়েছেন বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক। এদের মধ্যে ১৫ জনকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে আজ। আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে বর্তমানে এসব নাগরিক কাতারের দোহায় অবস্থান করছেন।মঙ্গলবার (৩১ আগস্ট) দোহা থেকে ভাড়া করা একটি ফ্লাইটে বাংলাদেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাদের।

আফগান ওয়্যারলেসে কর্মরত প্রকৌশলী রাজীব বিন ইসলাম সোমবার (৩০ আগস্ট) রাতে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।জানা গেছে, কাবুলে আটকে পড়া বাংলাদেশিদের মধ্যে আফগান ওয়্যারলেসে কর্মরত ৬ জন বাংলাদেশি মার্কিন বাহিনীর সহায়তায় গত শুক্রবার (২৭ আগস্ট) দোহায় পৌঁছান। পরদিন শনিবার (২৮ আগস্ট) আরও ৬ জন বাংলাদেশি দোহায় পৌঁছান। এর আগে কাবুল থেকে ৩ বাংলাদেশি দোহায় পৌঁছেছিলেন। এ নিয়ে ১৫ জন বাংলাদেশি কাবুল থেকে দোহায় অবস্থান করছেন।এ দিকে, ৩ জন ব্র্যাকের কর্মী এখনো আফগানিস্তানে অবস্থান করছেন। এ ছাড়া আরও তিন জন কর্মী গত শনিবার বাংলাদেশে পৌঁছেছেন।

You might also like