আবারও সুনামগঞ্জের সেই ঝুমন দাশ গ্রেপ্তার

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ফেসবুকে উসকানিমূলক পোস্ট শেয়ার দেয়ার অভিযোগে সেই ঝুমন দাশকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ। ৩১ আগস্ট বুধবার সকালে শাল্লা থানার ওসি আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে ৩০ আগস্ট মঙ্গলবার দুপুরে আটকের পর টানা ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারকৃত ঝুমন দাশ সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামের বাসিন্দা।ঝুমনের মা নিভা রাণী দাস জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় কয়েকজন পুলিশ সদস্য ঝুমনকে নোয়াগাঁও বাজারে যাওয়ার জন্য বলেন। এ সময় সেখানে গেলে পুলিশ সদস্যরা তাকে থানায় নিয়ে যান।শাল্লা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, মঙ্গলবার ঝুমন দাশকে ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। থানা পুলিশের একজন এসআই বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেছেন।তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি উসকানিমূলক পোস্ট শেয়ার দেন। পরে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে তাকে আটক করা হয়। এরপর জিজ্ঞাসাবাদে বিষয়টি স্বীকার করলে তাকে গ্রেপ্তার দেখানো হয়।উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হেফাজতের সাবেক নেতা কারাবন্দি মামুনুল হকের সমালোচনার অভিযোগে গত বছরের ১৬ মার্চ গ্রেপ্তার হন সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামের যুবক ঝুমন দাস। সাড়ে ছয় মাস জেল খেটে ওই বছরের ২৮ সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফেরেন তিনি।

You might also like