সরকারের ভেতর থেকে রাজনৈতিক দল গঠনের চেষ্টা চলছে : রিজভী

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ ‘রাজনৈতিক দল’ গঠনের চেষ্টা করছেন বলে শুনতে পাচ্ছি।শুক্রবার (২৪ জানুয়ারি) রাজধানীর বনানী কবরস্থানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত শেষে তিনি এ কথা বলেন।রুহুল কবির রিজভী বলেন, ‘অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে দেখছি কোনো কোনো উপদেষ্টা বিএনপির ওপর এক ধরনের বিরূপ ধারনা দিয়ে কেউ প্রকাশ্যে, কেউ অপ্রকাশ্যে বক্তব্য দিচ্ছেন।বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘এই সরকার বিভিন্ন প্রশাসনিক নিয়োগের ক্ষেত্রেও বিশেষ কোনো রাজনৈতিক দলকে প্রাধান্য দিচ্ছে। শুনছি তারা, কিংস পার্টি তৈরি করছে। আমরা জানি, অন্তর্বর্তী সরকার একটি নিরপেক্ষ সরকার। এগুলো করলে তো অন্তর্বর্তী সরকার নিয়ে মানুষের ধারনা পাল্টে যাবে। সংস্কারের নাম করে অনন্তকাল ধরে নির্বাচন দেবেন না, এটা হতে দেওয়া যায় না।এক-এগারো ইস্যুতে বিএনপির এই নেতা বলেন, ‘কীসের ভয় দেখান যে ১/১১ এর পুনরাবৃত্তি হবে। উপদেষ্টারা কি বিজ্ঞ লোকদের রাজনীতি শেখাতে চায়?’সরকার গণতান্ত্রিক আন্দোলনের ফসল উল্লেখ করে রিজভী বলেন, ‘জনগণের প্রত্যাশা ছিল এই সরকার তাদের জন্য কাজ করবে। কিন্তু জনগণ ভোট দিতে পারে না আর আপনারা সংস্কার সংস্কার করেন, বলেন আগে সংস্কার পরে নির্বাচন- এ যেন শেখ হাসিনার প্রতিচ্ছবি। কারণ, হাসিনা বলতেন আগে উন্নয়ন, পরে গণতন্ত্র।

You might also like