আমরা প্রতিশোধ নেব না : শাহবাজ শরিফ

আন্তজার্তিক ডেস্ক
সত্যবাণী

পাকিস্তান: পাকিস্তানে অনাস্থা ভোটে হেরে গেছেন প্রধানমন্ত্রী ইমরান খান। গতকাল অনুষ্ঠিত ভোটাভুটিতে ইমরানের বিপক্ষে ১৭৪ ভোট পড়েছে। ৩৪২ আসনের জাতীয় পরিষদে ইমরানকে ঠেকাতে প্রয়োজন ছিল ১৭২ ভোট।প্রধানমন্ত্রীর পদ থেকে ইমরান খানের ক্ষমতাচ্যুতির পর পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এর সভাপতি শাহবাজ শরিফ বলেছেন, বিরোধীদের ওপর প্রতিশোধ পরায়ন হবেন না।গতকাল শনিবার গভীর রাতে শাহবাজ শরিফ বলেছেন, বিরোধী দলীয় জোট ক্ষমতায় গেলেও তাদের রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিশোধ নেবে না।ইমরান খানের পদত্যাগের পর জাতীয় পরিষদে তিনি আরো বলেন, তাদের ত্যাগের জন্য আমরা সবাইকে ধন্যবাদ জানাই। সংবিধান ও আইনের ভিত্তিতে পাকিস্তান নিজ অস্তিত্বে ফিরে আসবে। আমাদের জোট দেশকে উন্নতির দিকে নিয়ে যাবে বলে আশা করছি।

শাহবাজ আরো বলেন, ইমরানের সময় পাকিস্তানে প্রথমবারের মতো দেশের কন্যা ও বোনদের কারাগারে পাঠানো হয়েছে। সময় হলে আমরা বিস্তারিত কথা বলবো। তবে আমরা জাতির ক্ষত সারাতে চাই। আমরা কখনো নিরপরাধ লোকদের জেলে পাঠাবো না এবং প্রতিশোধও নেবো না। … আমি বিলাওয়াল বা মাওলানা ফজলুর রহমান বিষয়ে হস্তক্ষেপ করবো না। আইন বহাল থাকবে এবং আমরা বিচার বিভাগকে সম্মান করবো।ইমরান খান প্রধানমন্ত্রীত্ব হারানোয় জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত কে হচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী, এমন প্রশ্ন উঠেছে। শোনা যাচ্ছে, পরবর্তী প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে আছেন পিএমএল-এন প্রধান শাহবাজ শরিফ।তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই শাহবাজ শরিফ পিএমএল-এন প্রধান। ইমরান খানের নেতৃত্বাধীন সরকারের পতনে সামনে থেকে ভূমিকা রেখেছেন শাহবাজ।পাকিস্তান এবং ভারতীয় সংবামাধ্যমগুলো পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে এখন পর্যন্ত শাহবাজ শরিফকেই এগিয়ে রাখছে। রাজনৈতিক বিশ্লেষকরাও বলছেন, ইমরান খানের সম্ভাব্য উত্তরসূরি হতে চলছেন শাহবাজ শরিফ। সূত্র: জিও টিভি।

You might also like