আলোকচিত্রী জোবায়ের খান সেলিমের মাতা রাহেনা বেগমের মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক
নিউজ ডেস্ক
সত্যবাণী
লন্ডন: লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য,অলোকচিত্রী জোবায়ের খান সেলিমের মাতা রাহেনা বেগম এর মৃত্যুতে লণ্ডন বাংলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।ক্লাব সভাপতি মোহাম্মদ জুবায়ের, সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ ও কোষাধ্যক্ষ সালেহ আহমেদ এক শোকবার্তায় মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জ্ঞাপন করেন । নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি তাঁর স্বজনদের ধৈর্য্য ধারণের শক্তি দানের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন।
উল্লেখ্য,রাহেনা বেগম ২২ মার্চ বাংলাদেশ সময় রাত ১২ টা ৪৫ মিনিটে সিলেটের মাউন্ট অ্যাডোরা হাসপাতালে ইন্তেকাল করেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্নাহ ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭২ বছর।তিনি পাঁচ ছেলে ও দুই মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।মরহুমার গ্রামের বাড়ি সিলেট বালাগঞ্জের,বোয়ালজুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে।২৩ মার্চ রোববার গ্রামের বাড়িতে মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।জোবায়ের খান সেলিম বর্তমানে বাংলাদেশে রয়েছেন।তাঁর মায়ের রুহে মাগফেরাতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।