ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকে পঞ্চম বর্ষপূর্তি উদযাপন করবে ১৭ এপ্রিল
নিউজ ডেস্ক
সত্যবাণী
লন্ডন: যুক্তরাজ্যে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকে সংগঠনের পঞ্চমবর্ষ পূর্তি উদযাপনের উদ্যোগ নিয়েছে।আগামী ১৭ই এপ্রিল বার্কিং এন্ড দেগেনহাম কাউন্সিল চেম্বারে এই অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে।শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকে আয়োজতি ইফতার পূর্ব আলোচনায় এমন ঘোষণা দেন সংগঠনের নেত্রীবৃন্দ। এসেক্সের মেফেয়ার ভেন্যুতে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্কিং এন্ড ডেগেনহামের মেয়র মঈন কাদরি।ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকে’র পরিচালনা পরিষদের সদস্য, থার্ড সেক্টর কনসালটেন্ট বিধান গোস্বামী’র সভাপতিত্বে ও পলিটিকা টিভির প্রধান সম্পাদক তানভীর আহমেদের পরিচালনায় সংগঠনের পরিচালনা পরিষদের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিভার্সিটি অব লন্ডনের রিস্ক এন্ড ডিজাস্টার রিডাকশন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শামুছুদ্দোহা, ব্যারিস্টার চৌধুরী হাফিজুর রহমান, অ্যাডভোকেট শাহ আলম সরকার, শওকাত আলী বেনু, মোহাম্মদ রশীদ, লাবনী রেজা, আরিফুর রহমান, ফাতেহা পলি সহ অন্যান্যরা।
আলোচনাকালে বক্তারা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে শহীদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংগঠিত গণহত্যায় নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বুদ্ধিজীবীদের প্রতি শোক ও শ্রদ্ধা জানান।এছাড়াও অনুষ্ঠানে আগত অ্যালামনিরা সদ্য প্রয়াত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে তার স্মৃতিচারণ করেন।অনুষ্ঠানে লন্ডন ও ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে অ্যালামনিরা অংশ নেন। ইফতার পার্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচালনা পরিষদের সিনিয়র অ্যালামনিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদীপ মজুমদার, তাসলিমা মীরা, ব্যারিস্টার কাজী আশিকুর রহমান, ইউনূস শেখ, হালিম খাতুন, আনিসুর রহমান, শাফকাত হোসেন সাইয়েদ,ব্যারিস্টার সঞ্জয় কুমার রায়, রেহানা আক্তার, শায়লা শিমলা, আসাদ কিবরিয়া তানিন,রিয়াদ আসিফ আহম্মদ, আয়েশা আক্তার, সামসুন নাহার শোনিমা ও অন্যান্যরা।