ইউনূস-মোদি বৈঠক বিবেচনাধীন: ভারতের পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
সত্যবাণী

ভারত: ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেছেন,আগামী ২ থেকে ৪ এপ্রিল বিমসটেক সম্মেলনে প্রধানমন্ত্রী মোদির যোগদানের সম্ভাবনা রয়েছে।বিষয়টি বিবেচনাধীন আছে।শনিবার (২২ মার্চ) দেশটির পররাষ্ট্র বিষয়ক সংসদীয় পরামর্শক কমিটিকে এ তথ্য জানান জয়শঙ্কর।এর আগে বিমসটেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দ্বিপক্ষীয় বৈঠক আয়োজন করতে নয়াদিল্লিকে চিঠি দেয় বাংলাদেশ।বার্তাসংস্থা পিটিআইর রিপোর্ট অনুযায়ী বিদেশ বিষয়ক সংসদীয় পরামর্শদাতা কমিটির বৈঠকে জয়শংকর বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে আসন্ন বিমসটেক শীর্ষ সম্মেলনে বৈঠকের অনুরোধ বিবেচনাধীন রয়েছে।

পিটিআইর রিপোর্টে দাবি করা হয়েছে, বিদেশ বিষয়ক সংসদীয় কমিটির বেশ কয়েকজন সংসদ সদস্য বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে জানতে চেয়েছেন, এ ব্যাপারে ভারত কী পদক্ষেপ নিচ্ছে। এই নিয়ে জয়শংকর নাকি সংসদীয় কমিটিকে জানান, ঢাকা দাবি করেছে হিন্দুদের ওপর হামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল এবং সেগুলো ধর্মীয় কারণে ঘটানো হয়নি।জয়শঙ্কর বলেন, ভারত সরকার বিভিন্ন পর্যায়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে এই বিষয়ে যোগাযোগ রেখে চলেছে এবং এই সংক্রান্ত উদ্বেগ উত্থাপিত হয়েছে। ভবিষ্যতেও সরকারের এই প্রচেষ্টা অব্যাহত রাখা হবে বলেও জানান তিনি।জয়শংকর জানিয়েছেন, পাকিস্তানের দৃষ্টিভঙ্গির কারণে সার্ক নিষ্ক্রিয় হয়ে গিয়েছে। এই কারণে ভারত বিমসটেককে শক্তিশালী করার চেষ্টা করছে।থাইল্যান্ডের ব্যাঙ্ককে ২ থেকে ৪ এপ্রিল বিমস্টেক (দ্য বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন) শীর্ষ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহম্মদ ইউনূস।প্রসঙ্গত, গত ২১ মার্চ ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস দেশটির সরকারের তিনটি সূত্রের বরাতে জানিয়েছেল নরেন্দ্র মোদি ও ড. ইউনূসের মধ্যে এ বৈঠকটি হচ্ছে না।

You might also like