ইসরায়েলকে সতর্ক করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক
সত্যবাণী
লন্ডনঃ ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন পশ্চিম তীরে দখল পরিকল্পনা থেকে ইসরায়েলকে সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন। ১৯৬৭ সালের পর ওই অঞ্চলে পরিবর্তিত কোনো মানচিত্র ব্রিটেন গ্রহণ করবে না বলেও সতর্ক করেন তিনি।ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, পশ্চিম তীরে দখল পরিকল্পনা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে। যারা ইসরায়েলের ঐতিহ্য নিয়ে গর্ব করেন তাদের জন্য এটি একটি উপহাস হবে।
তিনি বলেন, আমার বিশ্বাস, ইসরায়েলি এই পদক্ষেপ সামনে অগ্রসর হবে না। যদি তারা সে রকম কোনো কিছু করে তাহলে ব্রিটেন তার স্বীকৃতি দিবে না। ১৯৬৭ সালে ফিলিস্তিন-ইসরায়েল যে চুক্তি হয়েছে তাকেই সমর্থন করি আমরা।আল আরাবিয়া বলছে, যুক্তরাষ্ট্র বাদে পৃথিবীর অন্যান্য শক্তিধর রাষ্ট্রগুলো এই দখল পরিকল্পনাকে অবৈধ হিসেবে গণ্য করেছে। এই তালিকায় আছে যুক্তরাজ্য, জার্মানির মতো দেশের নাম। এছাড়া জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও আরব লীগ ইসরায়েলের এই পদক্ষেপকে প্রত্যাখ্যান করেছে বেশ আগেই।বরিস জনসন বলেন, যদি ইসরায়েল ফিলিস্তিনিদের ভূমি দখলে নিয়ে নেয় তাহলে আরব রাষ্ট্র ও মুসলিম সম্প্রদায়ের সঙ্গে তাদের কোনোদিন সুসম্পর্ক স্থাপিত হবে না। তারা মধ্যপ্রাচ্যে থেকেও কোণঠাসা হয়ে পড়বে। ওই অঞ্চলে এমন সমাধান আনতে হবে, যাতে দুই পক্ষই লাভবান হয়। জোরপূর্বক ভূমি দখলে কোনো সমাধান আসতে পারে না।তিনি বলেন, ট্রাম্প বেশ ভালো একটি প্রস্তাবই দিয়েছিলেন। কিন্তু তার পরিণতি এভাবে হবে তা কখনো ভাবিনি।