ই-কমার্সে ক্ষতিগ্রস্ত গ্রাহকের দায় সরকার নেবে না: বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর দ্বারা যেসব গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের দায় সরকার নেবে না। তারা (গ্রাহক) আসল মূল্যের অর্ধেক দামে পণ্য পাওয়ার প্রলোভনে পড়ে অর্থ লগ্নি করেছিল। এর দায় আমরা নেবো কেন?’শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকালে রংপুর নগরীর জাহাজ কোম্পানি এলাকায় বেসরকারি একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের উদ্বোধনকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।তিনি বলেন, দেশে অন্তত ২০ হাজার ই-কমার্স প্রতিষ্ঠান চালু রয়েছে। এর সঙ্গে অনেকেই জড়িত। গ্রাহকরা লোভে পড়ে কম মূল্যে পণ্য কিনতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা কমে পণ্য কিনতে তো সরকারকে জানায়নি। তাদের (গ্রাহকদের) ক্ষতির দায় সরকার নেবে কেন? তবে যেসব ই-কমার্স প্রতিষ্ঠানের অনিয়ম দুর্নীতি রয়েছে, তাদের বিরুদ্ধে কাজ করছে সরকার।

তিনি বলেন, ‘আমদানি নির্ভর পণ্য পেঁয়াজ, চিনি, ভোজ্যতেলের দাম বৃদ্ধির কারণ হলো, এসব পণ্যের ৯০ ভাগ বিদেশ থেকে আমদানি করতে হয়। কিন্তু এবার বিশ্ববাজারে এসব পণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় আমাদের দেশেও বেড়েছে। তবে পূজা ও বন্যা শেষে ভারত থেকে আমদানির মাধ্যমে কমবে পেঁয়াজ, মরিচসহ অন্যান্য পণ্যের দাম।অনুষ্ঠানে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল আলীম মাহমুদ, রংপুর এফবিসিসিআইর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী বাবু, চেম্বার সভাপতি মোস্তফা সোহরাব টিটু চৌধুরী, রংপুর মেট্রোপলিটন চেম্বার সভাপতি রেজাউল ইসলাম মিলন, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, মহানগর সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

You might also like