ঈদের আগেই কমল সোনার দাম

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ এক মাসের ব্যবধানে দেশের বাজারে তিন দফায় কমেছে সোনার দাম। ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৭ টাকা কমানো হয়েছে। নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ৭৭ হাজার ৬৮২ টাকা।মঙ্গলবার (২৬ এপ্রিল) থেকে স্বর্ণের এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।সোমবার (২৫ এপ্রিল) বাজুসের মূল্য নির্ধারণ এবং মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটি বৈঠক করে দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির সহ-সভাপতি এনামুল হক ভূঁইয়া লিটনের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে সিদ্ধান্ত জানানো হয়।এতে বলা হয়, স্থানীয় বুলিয়ান মার্কেটে সোনার দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বাংলাদেশ জুয়েলারি সমিতি সোনার নতুন দাম নির্ধারণ করেছে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ১৬৭ টাকা কমিয়ে করা হয়েছে ৭৭ হাজার ৬৮২ টাকা। সোমবার (২৫ এপ্রিল) এই মানের সোনা বিক্রি হয়েছে ৭৮ হাজার ৮৪৯ টাকা।২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়, ৭৪ হাজার ১৮৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৬৩ হাজার ৫৬৮ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ হয়েছে ৫৩ হাজার ৭১ টাকা।এর আগে গত মার্চে দুই দফায় দেশের বাজারে সোনার দাম কমানো হয়। এর মধ্যে সর্বশেষ গত ২২ মার্চ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫০ টাকা কমিয়ে করা হয় ৭৭ হাজার ৯৯ টাকা। তার আগে ১৬ মার্চ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে ৭৮ হাজার ১৪৯ টাকা করা হয়।

You might also like