ঈদের আগে লকডাউন শিথিল হবে
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ আসন্ন ইদুল ফিতরের আগে দেশজুড়ে চলমান সর্বাত্মক লকডাউন শিথিল হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।সোমবার (১৯ এপ্রিল) নিজ বাসভবন থেকে এক ভিডিয়োবার্তায় এ কথা বলেন তিনি।সেতুমন্ত্রী বলেন, জীবন ও জীবিকার প্রয়োজনে সরকার ইদের আগে লকডাউন শিথিলেরও চিন্তা ভাবনা করছে।চলমান লকডাউন বাড়ানোর ইঙ্গিত দিয়ে ওবায়দুল কাদের বলেন, বিশেষজ্ঞদের পরামর্শে সরকার সারাদেশে আরও এক সপ্তাহ সর্বাত্মক লকডাউন বাড়ানোর সক্রিয় চিন্তা ভাবনা করছে।
এর আগে রবিবার (১৮ এপ্রিল) রাতে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ৩১তম সভায় চলমান লকডাউন বাড়ানোর প্রস্তাব গৃহীত হয়। ধীরে ধীরে এ বিধিনিষেধ শেষ করার পূর্ব পরিকল্পনা তৈরি রাখারও পরামর্শ দিয়েছে ওই কমিটি।উল্লেখ্য, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৫ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা করে সরকার। যা ১২ এপ্রিল শেষ হওয়ার কথা থাকলেও ১৩ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়। একই সাথে দ্বিতীয় দফায় ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত আরও সাত দিনের কঠোর লকডাউন ঘোষণা করে সরকার।