উপচে পড়া ভীড়ে শেষ হলো লন্ডনে দুইদিন ব্যাপী বাংলাদেশ বইমেলা
নিউজ ডেস্ক
সত্যবাণী
লন্ডনঃ পাঠক ক্রেতা, লেখক প্রকাশক ও দর্শনার্থীদের উপচে পড়া ভীড়ের মধ্য দিয় সমাপ্ত হলো একাদশতম বাংলাদেশ বইমেলা ও সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব ২০২৩। গত১০ সেপ্টেম্বর রবিবার লন্ডনের দ্যা আর্ট প্যাভিলিয়ন, মাইল এন্ড- পার্কে শুরু হয়েছে দুইদিন ব্যাপী বাংলাদেশ বই মেলা। দুপুর ২.৩০ মিনিটে মেলার শুভ উদ্বোধন করেন স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত রবীন্দ্র সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক ড: নুরুন নবী। উদীচী সত্যেন সেন স্কুলের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় উদ্বোধনী পর্ব। সাংস্কৃতিক সংগঠক মুনিরা পারভিনের সঞ্চালনায় উদ্বোধনী পর্বে সভাপতি কবি ময়নূর রহমান বাবুল আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান। বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক কবি একেএম আব্দুল্লাহ। রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, লন্ডনে এমন ব্যাপক পরিসরে বই মেলার উদ্বোধন করতে পেরে সত্যিই আমি আনিন্দিত। বাংলাদেশের বাইরে এত সুন্দর আয়োজন আমাকে মুগ্ধ করেছে। উদ্বোধনী পর্বে মেলার স্টলগুলো ঘুরে দেখেন অতিথিবৃন্দ। মেলায় প্রথম দিনেই পাঠক লেখকদের উপচে পড়া ভীড় ছিল মেলায়। বাংলাদেশ বইমেলায় প্রতিবছর একজন প্রবাসী কবি সাহিত্যিককে সম্মাননা জানানো হয়।এই বছর সাহিত্য সম্মাননা প্রদান করা হয়েছে বিলেত প্রবাসী কবি হামিদ মোহাম্মদ কে।