এইচএমআরসি ফ্রি ওয়েবিনার:আসন বুক করতে কাউন্সিলের আহ্বান

নিউজ ডেস্ক
সত্যবাণী

টাওয়ার হ্যামলেট্সঃ টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্ষুদ্র ও মাঝারি আকারের নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো তাদের কর্মীদের যে অসুস্থ্যকালীন বেতন অর্থাৎ সিক পে পেমেন্ট দিয়েছে, তা ফেরত পেতে একটি নতুন অনলাইন সার্ভিস (www.gov.uk/government/news/coronavirus-statutory-sick-pay-rebate-scheme-set-to-launch – এই লিংকে বিস্তারিত তথ্য রয়েছে) চালু করার কথা গত ১৯ মে ঘোষণা করে সরকার।

নিয়োগকর্তাদের সহায়তার জন্য, এইচএম রেভিনিউ এন্ড কাষ্টমস করোনাভাইরাস স্ট্যাটুটরি সিক পে রিবেট স্কীম বিষয়ক ফ্রি ওয়েবিনার অর্থাৎ অনলাইন সেমিনার পরিচালনা করবে। এই অনলাইন সেমিনারে এই স্কীম সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে। যেসকল তথ্য থাকবে, তার মধ্যে রয়েছে: কে ক্লেইম বা দাবি করতে পারবে; কখন বিধিবদ্ধ অসুস্থ ভাতা প্রদান শুরু করবেন; কর্মীরা কী দাবি করতে পারবেন; কিভাবে দাবি করতে হবে; এবং নথি সংরক্ষণ ইত্যাদি। https://register.gotowebinar.com/rt/3667545685723120643?source=May-HMRC-DCS-OGD-1 – এই লিংকে গিয়ে আগ্রহীরা আসন বুক করতে পারবেন।

You might also like