এন্টি–সোশ্যাল বিহেভিয়ার সপ্তাহ পালিতঃ ৪০০ ঘন্টার টহলে ১৬ জন গ্রেফতার
নিউজ ডেস্ক
সত্যবাণী
টাওয়ার হ্যামলেটসঃ সমাজবিরোধী আচরণজনিত কার্যকলাপ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এন্টি-সোশ্যাল বিহেভিয়ার উইক বা সপ্তাহ চলাকালীন ৭ দিনে ৪০০ ঘন্টারও বেশি সময় টহল দিয়েছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এবং পুলিশ।বারার অসামাজিক আচরণ (এএসবি) হটস্পটগুলিকে চিহ্নিত করে সেখানে অধিক নজরদারি এবং বাসিন্দাদের সাথে সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে বিশেষ এই উদ্যোগ হচ্ছে মেট্রোপলিটন পুলিশ, থিও (টাওয়ার হ্যামলেটস্ এনফোর্সমেন্ট অফিসার), টাওয়ার হ্যামলেটস্ হোমস্, টাওয়ার হ্যামলেটস্ নেইবারহুড ওয়াচ এবং কাউন্সিল কর্মকর্তাদের মধ্যকার অংশীদারিত্বমূলক কাজের ফলাফল।৪ শ’ ঘন্টারও বেশি সময় টহল দেয়ার সময় অফিসাররা প্রায় ১০০০ বাসিন্দার সাথে কথা বলেন এবং ১৮৬টি ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। একই সময়ে মাদক কেনাবেচা, চুরি এবং আক্রমণাত্মক অস্ত্র সাথে রাখার দায়ে ১৬ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া ৪৮টি স্টপ এন্ড সার্চ অর্থাৎ সন্দেহভাজনদের দাঁড় করিয়ে তল্লাশি করা হয় এবং ৭৮ টি এএসবি ওয়ার্নিং বা সতর্কীকরণ নোটিশ দেয়া হয়। মাদক, ছুরি সহ বিভিন্ন অস্ত্র, বেসবল ব্যাট ইত্যাদি জব্দ করা হয়।