এমপি হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ ঢাকা-৫ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন,হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে আমরা একজন জনবান্ধব রাজনীতিবিদকে হারালাম।তিনি তার কর্মের মাধ্যমে স্মরণীয় হয়ে থাকবেন।প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ কথা জানানো হয়েছে।বুধবার সকাল ৯টা ৫০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা। মঙ্গলবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানেই আজ সকালে শেষ নিশ্বাস ছাড়েন তিনি।