করোনাভাইরাস আপডেট ও পরামর্শ
নিউজ ডেস্ক
সত্যবাণী
টাওয়ার হ্যামলেট্সঃ করোনাভাইরাসের প্রাদুর্ভাব বন্ধ করতে জাতীয় প্রচেষ্টাকে সর্বাত্মক সহযোগিতা করার পাশাপাশি গুরুত্বপূর্ণ সকল সার্ভিস অব্যাহতভাবে পরিচালনা এবং অসহায় বাসিন্দাসহ বারার জনসাধারণকে সহযোগিতা করে যাচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল বারার বাসিন্দা, স্থানীয় ব্যবসা বাণিজ্যসহ নানা বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ ও তথ্যাবলী নিয়মিতই কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশ করা হচ্ছে।এছাড়া ইমেইলেও গ্রাহকদের সাথে সকল তথ্য শেয়ার করার পাশাপাশি হ্যাশট্যাগ টাওয়ার হ্যামলেটস টুগেদার ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় তা তুলে ধরা হচ্ছে।সরাসরি আপনার ইনবক্সে নিয়মিত আপডেট পেতে চাইলে আমাদের বাংলা নিউজলেটার সাবসক্রাইব করার জন্য সকলের প্রতি আহ্বান জানানোয় হয়েছে। আগ্রহীরা এই https://public.govdelivery.com/accounts/UKTOWERHAMLETS/subscriber/new?qsp=CODE_RED ওয়েবসাইটে গিয়ে সরাসরি গ্রাহক হতে পারবেন্।