করোনাভাইরাস গবেষণায় অংশ নিন
নিউজ ডেস্ক
সত্যবাণী
টাওয়ার হ্যামলেট্সঃ করোনাভাইরাস নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণায় সাহায্য করতে চান? মানসিক স্বাস্থ্য ও একাকীত্বের ওপর করোনাভাইরাস এবং সোশ্যাল ডিস্টেন্সিং বা সামাজিক দূরত্বের ব্যবস্থাগুলোর প্রভাব সম্পর্কে ইউনিভার্সিটি কলেজ লন্ডন গবেষণা চালাচ্ছে।তথ্যসূত্র, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাপ্তাহিক নিউজলেটার
যুক্তরাজ্যে বসবাসকারী যে কোন প্রাপ্তবয়স্ক এতে অংশ নিতে পারেন এবং আপনার এই অংশগ্রহণ সরকারি পরামর্শ ও সিদ্ধান্তগুলো অবহিত করতে সাহায্য করতে পারে। অংশ নেয়ার মধ্যে রয়েছে প্রথমে ১০ মিনিটের একটি অনলাইন জরিপের উত্তর দেওয়া এবং সামাজিক বিচ্ছিন্নতা কার্যকর থাকা পর্যন্ত প্রতি সপ্তাহে সংক্ষিপ্ত ফলোআপ জরিপে অংশ নেওয়া। https://redcap.idhs.ucl.ac.uk/surveys/?s=TTXKND8JMK এই ওয়েবাসাইটে গিয়ে এই গবেষনা জরিপে অংশ নিতে পারবেন।