করোনায় বিদেশ সফর করে তোপের মুখে বরিস জনসনের বাবা

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডনঃ করোনাভাইরাস মহামারির কারণে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে ব্রিটেন।কিন্তু নিষেধাজ্ঞা থাকার পরও গ্রিসে সফর করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের বাবা স্ট্যানলি জনসন।গ্রিস সফরের ছবি নিজেই সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন স্ট্যানলি জনসন।বুধবার তার বিমান অবতরণের ওপর একটি ইনস্টাগ্রাম ভিডিও এবং অ্যাথেন্স বিমান বন্দরে মাস্ক পরা অবস্থায় একটি সেলফি পোস্ট করেন তিনি।ডেইলি মেইলকে তিনি বলেন, প্রয়োজনীয় কাজেই তিনি অ্যাথেন্সে গিয়েছেন।সেখানে তার একটি বাড়ি ভাড়া দেওয়া রয়েছে।গ্রিসে পর্যটন মৌসুম শুরু হওয়ার আগে তিনি বাড়িটিতে করোনা মহামারি মোকাবেলার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা তৈরি রাখতে চান বলে জানিয়েছেন।

সাম্প্রতিক সময়ে ব্রিটিশ পররাষ্ট্র দফতর ‘প্রয়োজন ছাড়া’ সবধরনের সফর না করার জন্য নাগরিকদের পরামর্শ দিয়েছে।গ্রিসও ১৫ই জুলাইয়ের আগে ব্রিটেন থেকে কোন সরাসরি ফ্লাইট ঢুকতে দেবে না বলে জানিয়েছে। কিন্তু এতসব নিষেধাজ্ঞার মধ্যেই বিদেশের মাটিতে পা রাখলেন জনসনের বাবা।এ নিয়ে বিরোধীদল লিবারেল ডেমোক্র্যাট পার্টির এমপি জেমি স্টোন বলেন, ঘটনা দেখে মনে হচ্ছে আমাদের জন্য এক আইন আর তাদের জন্য আরেক আইন।ব্রিটেনে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ২ লাখ ৮৩ হাজার ৭৫৭ জন। এর মধ্যে মারা গেছে ৪৩ হাজার ৯৯৫ জন।ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন নিজেও করোনায় আক্রান্ত হয়েছিলেন।তবে জীবন-মৃত্যুর লড়াইয়ে করোনাকে পরাজিত করে সুস্থ হয়ে উঠেছেন তিনি।বর্তমানে তিনি বেশ সুস্থ আছেন এবং ভালোভাবেই প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

You might also like