কলকাতা প্রেসক্লাবে হচ্ছে বঙ্গবন্ধু সংবাদ কেন্দ্র

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ কলকাতা প্রেসক্লাবে বঙ্গবন্ধু সংবাদ কেন্দ্র (বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার) উদ্বোধন করতে চারদিনের সরকারি সফরে ভারতে পৌঁছেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। এর আগে মঙ্গলবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় চাঁপাইনবাগঞ্জের সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে ভারতের উদ্দেশে সড়কপথে দেশত্যাগ করেন মন্ত্রী।বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বঙ্গবন্ধু মিডিয়া সেন্টারটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানা গেছে।কলকাতা প্রেসক্লাবের সভাপতি স্নেহাশিস সুর জানিয়েছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রেসক্লাব কলকাতা এবং কলাকাতার সাংবাদিকদের উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিতে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধু’র জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংরাদেশ সরকার প্রেসক্লাব কলকাতায় একটি বঙ্গবন্ধু সংবাদ কেন্দ্র স্থাপন করতে চলেছে।স্নেহাশিস সুর আরও জানিয়েছেন , বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল ৪টায় বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ কেন্দ্রটি উদ্বোধন করবেন।

You might also like