কাওলা-তেজগাঁও এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু আগামী বছর: কাদের

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী বছর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের একাংশ (কাওলা থেকে তেজগাঁও) যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবেরবিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর বনানীতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।এসময় মন্ত্রী বলেন, শাহজালাল বিমানবন্দরের কাছে কাওলা থেকে তেজগাঁও পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রায় ১১ কিলোমিটার অংশ আগামী বছর খুলে দেওয়া হবে।তিনি জানান, এই প্রকল্পের কাজ এগিয়েছে ৩০ শতাংশ। ২০১১ সালে এ প্রকল্পের কাজ শুরু হয়েছিল।

You might also like