কালিঘাট অভিযান মেট্রিক টন পলিথিন জব্দ আড়াই লক্ষাধিক টাকা জরিমানা

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সিলেট মহানগরির বাণিজ্যের প্রাণকেন্দ্র কালিঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ৩ মেট্রিক টন নিষিদ্ধ পলিথিনের শপিং ব্যাগ জব্দ করা হয়েছে। এ সময় অবৈধ এসব পলিথিন মজুদ এবং বিক্রির অপরাধে এই ৬ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ২ লাখ ৮৮ হাজার টাকা জরিমানা করা হয়। ৯ জানুয়ারি সোমবার দুপুরে পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করে।ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ বদরুল হুদা। অভিযানকালে পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আলমগীর, মোঃ মোহাইমিনুল হক, হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম পাটওয়ারী, পরিদর্শক মোঃ মামুনুর রশিদ, গবেষণাগার সহকারী মুহাম্মদ শাহাদাৎ হোসাইন উপস্থিত ছিলেন।অভিযানের বিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরির কালিঘাটে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট ৬ টি দোকান ও গোদামে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুদ পাওয়া যায়।

You might also like