কী ওয়ার্কার এবং তাদের পরিবারের জন্য করোনা টেষ্টের ব্যবস্থা

নিউজ ডেস্ক
সত্যবাণী

টাওয়ার হ্যামলেট্সঃ সরকার সম্প্রতি ঘোষনা করেছে যে, এখন আরো বেশি সংখ্যক লোক করোনাভাইরাস টেস্ট করাতে সক্ষম হবেন। টেস্টের বর্ধিত আওতায় সকল এনএনইচএস এবং সোশ্যাল কেয়ার ওয়ার্কার – যাদের মধ্যে আক্রান্ত হওয়ার লক্ষণ রয়েছে, ৬৫ বা তদোর্ধ বয়সের সকল লোক, লক্ষণ রয়েছে এমন কী ওয়ার্কাররা (যারা বাড়িতে কাজ করতে পারেন না), এবং যে কোন ব্যক্তি যার করোনাভাইরাসের লক্ষন রয়েছে ও উপরে উল্লেখিত কারো সাথে বসবাস করেন – এমন ব্যক্তিরা টেস্ট করার সুযোগ পাবেন।টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আপনি যদি মনে করেন যে,আপনি কিংবা আপনার পরিবারের কেউ করোনা টেস্ট করানোর যোগ্য হতে পারেন,তাহলে আরো তথ্যের জন্য এবং পরীক্ষার ব্যবস্থা করার জন্য সরকারী ওয়েবসাইটটি (www.gov.uk/guidance/coronavirus-covid-19-getting-tested) দেখুন।

You might also like