ক্বিনব্রিজের নিচে ঘড়িঘরের সামনে টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন

সিলেট অফিস 
সত্যবাণী
সিলেটের ঐতিহাসিক আলী আমজাদের ঘড়ির সামনে টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছে।
আমাদের স্পোর্টস রিপোর্টার জানান, শনিবার সিলেটের দেড়শ’ বছরের পুরনো আলী আমজাদের ঘড়ি, বিখ্যাত ক্বিনব্রিজ ও ঐতিহাসিক শারদা স্মৃতি ভবনের সামনে ট্রফি উন্মোচন করা হয়। সিলেটের সুরমা নদীর পাড়ে ৫ ম্যাচ সিরিজের ট্রফি উন্মোচন করে দু’দলের অধিনায়কসহ খেলোয়াড়বৃন্দ।
এ বছরের শেষদিকে বাংলাদেশে হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই টুর্নামেন্টের প্রস্তুতির জন্যই বাংলাদেশে এসেছে ভারত। ২৮ এপ্রিল রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মাঠে গড়াবে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ।
বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা ও ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর ফটোসেশানের মাধ্যমে ট্রফি উন্মোচন করেন।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের মধ্যে ৩টি ম্যাচ মূল গ্রাউন্ডে ও দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে গ্রাউন্ড-২ তে।

You might also like