ক্যাটার্রাস এসোসিয়েশনের সাবেক সেক্রেটারি মো. আবদুল খালিকের ইন্তেকাল

সংবাদ বিজ্ঞপ্তি ডেস্ক
সত্যবাণী

লন্ডন, ২৪ জুন: ক্যাটার্রাস এসোসিয়েশনের সাবেক সেক্রেটারি মো. আবদুল খালিক গত ২৩ জুন লন্ডনের পেডিংটনের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি  ইন্না ইলাহি রাজিউন। বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি স্ত্রী ২ কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন বন্ধুবান্ধব গুণগ্রাহী রেখে গেছেন প্রয়াতের বাংলাাদেশের নিবাস বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের মান্ধারুকা গ্রামে।তিনি প্রায় ৬২ বছর ধরে লন্ডনের মেডাবিল এলাকায় বসবাস করেছেন।

প্রয়াত মো. আবদুল খালিক লন্ডনের বিভিন্ন সামজিক সংগঠনে কমিউনিটির কল্যানে নিরলস কাজ করেছেন। বাংলাদেশ সেন্টারের ট্রাস্টি ছাড়াও শিক্ষানুরাগী  মো. আবদুল খালিক বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি ছিলেন।   

You might also like