ক্যান্সারের উপসর্গগুলোকে উপেক্ষা না করতে জনসাধারণের প্রতি আহ্বান
নিউজ ডেস্ক
সত্যবাণী
টাওয়ার হ্যামলেট্সঃ সারা ইউকেতে ক্যান্সার রেফারেলের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।এর অর্থ হলো কিছু লোক হয়তো উদ্বিগ্ন হওয়ার মতো উপসর্গগুলোর দিকে নজর দিচ্ছেন না অথবা নিজেদের প্রয়োজনের সময়েও চিকিৎসা সহায়তা চাচ্ছেন না।আপনার যদি ক্যান্সারের কোন লক্ষণ থাকে,তাহলে টেস্টসমূহ, চিকিৎসা ও পরিচর্যার ক্ষেত্রে করোনাভাইরাস কি ধরনের প্রভাব ফেলবে সেটা নিয়ে আপনি উদ্বিগ্ন হতে পারেন।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বারার বাসিন্দাদের এই মর্মে আশ্বস্ত করে বলা হয় যে, এনএইচএস এখনো আপনার জন্য রয়েছে এবং আপনি কোন কিছু নিয়ে উদ্বিগ্ন হওয়ার সাথে সাথে আপনার জিপির সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন।অনলাইনে কনসালটেশন থেকে শুরু করে কোভিড-ফ্রি ক্যান্সার হাবসমূহে, এনএইচএস স্টাফরা লোকজনের ক্যান্সার পরীক্ষা ও নিরাপদ চিকিৎসা সেবা প্রদানে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন।তাই আর দেরি করার কোন দরকার নাই।ক্যান্সার নিয়ে যদি কেউ উদ্বিগ্ন হন,তাদের জন্য সহায়ক তথ্যাবলী একত্রিত করে প্রকাশ করেছে ম্যাকমিলান ক্যান্সার সাপোর্ট।
বিস্তারিত জানতে www.macmillan.org.uk/coronavirus/worried-about-cancer – এই ওয়েবসাইট ভিজিট করতে অনুরোধ করা হয়েছে।বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বর্তমান সময়ে কিভাবে স্বাস্থ্যসেবাসমূহ পাওয়া যাবে, সেসম্পর্কিত পরামর্শসম্বলিত বুকলেট প্রকাশ করেছে এনএইচএস। যদি সন্দেহ হয়, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আপনার জিপির সাথে যোগাযোগ করুন।