ক্যামডেন মেয়র নাজমা রহমানকে সিসিকের সংবর্ধনা

সিলেট অফিস
সত্যবাণী

সিলেট: লন্ডন বরো অব ক্যামডেনের (London Borough of Camden) নবনির্বাচিত মেয়র ও সিলেট সিটি করপোরেশনের (সিসিক) কাউন্সিলর মো. আজাদুর রহমান আজাদের সহধর্মিনী নাজমা রহমানকে সংবর্ধনা দিয়েছে সিসিক। ১ অক্টোবর রোববার রাতে নগরির একটি অভিজাত হোটেলে এই সংবর্ধনা দেয়া হয়।

সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ’র সঞ্চালনায় আয়োজিত সংবর্ধনায় সভাপতিত্ব করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। স্বাগত বক্তব্য দেন সিসিকের প্যানেল মেয়র-১, কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস।

সংবর্ধিত ও অতিথি’র বক্তব্যে লন্ডন বরো অব ক্যামডেনের নবনির্বাচিত মেয়র কাউন্সিলর নাজমা রহমান বলেন, লন্ডন বরো অব ক্যামডেনের মেয়র হলেও সিলেট আমার প্রাণের ঠিকানা। সিলেটের পর্যটন, শিক্ষা উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নে একসাথে কাজ করতে চায় লন্ডন বরো অব ক্যামডেন।

সভাপতির বক্তব্যে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, লন্ডনের সাথে সিলেটের সম্পর্ক ঐতিহাসিক। সিলেট সিটি কর্পোরেশনকে একটি আধুনিক স্মার্ট জনবান্ধব নগরে রূপান্তরিত করতে আমরা নানা উদ্ভাবনী পরিকল্পনা বাস্তবায়ন করেছি। নগরের সার্বিক উন্নয়নে বহুমুখী অভিজ্ঞতা বিনিময়ে নাগরিক সেবার মান বৃদ্ধিতে যুক্তরাজ্যের বিভিন্ন সিটির সাথে কাজ করছে সিসিক। এই ধারাবাহিকতায় লন্ডন বরো অব ক্যামডেন সিলেটের উন্নয়নে অংশীদার হবে প্রত্যাশা করি।

সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিসিকের প্যানেল মেয়র-১, কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস।  এছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন কাউন্সিলর রেজওয়ান আহমদ, কাউন্সিলর ফরহাদ চৌধুরী, কাউন্সিলর তারেক উদ্দিন তাজ, কাউন্সিলর শাহানারা বেগম ও নবনির্বাচিত কাউন্সিলর মোছা. হাজেরা বেগম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি কাউন্সিলর মো. আজাদুর রহমান আজাদ, কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল, কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম, কাউন্সিলর শাহানারা বেগম, কাউন্সিলর নাজনীন আকতার কণা, কাউন্সিলর রেবেকা বেগম, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফাহিমা ইয়াসমিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী রুহুল আলম, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হানিফুর রহমান, বাজার তত্ত্বাবধায়ক আলবাব আহমদ চৌধুরী, সহকারী প্রকৌশলী তানবির আহমদ প্রমুখ। শেষে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

You might also like