ক্রিকেটার রাজ্জাককে বিয়ে করছেন তামান্না ভাটিয়া!

নিউজ ডেস্ক
সত্যবাণী

স্পোর্টস ডেস্কঃ বাহুবলীর অভিনেত্রী তামান্না ভাটিয়াকে মনে রয়েছে নিশ্চয়ই? সম্প্রতি তামান্না ভাটিয়ার বিয়ের খবর ভাইরাল হয়েছে। পাক ক্রিকেটারের সঙ্গে দক্ষিণি অভিনেত্রীর বিবাহের সংবাদ এখন শিরোনামে।

সম্প্রতি শোনা যাচ্ছিল, তামান্না ভাটিয়া পাকিস্তানের ক্রিকেটার আব্দুল রাজ্জাকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। তবে স্রেফ এটুকুই নয়, দু’জনেরই একটি ছবি ভাইরাল হয় যেখানে তামান্না এবং রজ্জাককে গয়না দেখতে দেখা গেছে। তবে, এই সব সংবাদগুলির বিষয়ে নিজেই মুখ খুলেছেন তামান্না ভাটিয়া। নিজের বিবাহ সম্পর্কিত সত্যও মানুষের কাছে তুলে ধরেছেন।টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী তামান্না ভাটিয়া এই গুজব উড়িয়ে দিয়ে জানিয়েছেন, এই মুহূর্তে নিজের সিনেমার কাজেই সবটুকু মনোযোগ দিয়েছেন এবং এত তাড়াতাড়ি বিয়ে করার কোনও পরিকল্পনা নেই তাঁর। এই ছবিটি ২০১৭ সালে দুবাইতে একটি অনুষ্ঠানের। ওই অনুষ্ঠানে তামান্না ভাটিয়া এবং আব্দুল রজ্জাককে মুখ্য অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়। এই প্রথম অবশ্য তামান্না ভাটিয়ার বিয়ে নিয়ে গুজব রটেনি। আগেও বহুবার এমনটা হয়েছে এবং শান্ত হয়ে ঠাণ্ডা মাথায় তামান্না এই গুজব উড়িয়েও দিয়েছেন।

তামান্না ভাটিয়া একটি সাক্ষাৎকারে তাঁর বিয়ে সংক্রান্ত গুজব প্রসঙ্গে বলেন, একদিন কোনও অভিনেতার সঙ্গে, একদিন কোনও ক্রিকেটারের সঙ্গে, এখন আবার চিকিৎসক… মনে হচ্ছে যেন বর কিনছি আমি। আমি প্রেমে পড়তে ভালোবাসি তবে আমি স্পষ্টতই গুজব পছন্দ করি না, বিশেষ করে যখন আমার ব্যক্তিগত জীবন এর সঙ্গে জড়িয়ে। তামান্না ভাটিয়া হিম্মতওয়ালা সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন। বাহুবলীতে তাঁর অভিনয় মানুষের মন জয় করেন।

You might also like