ক্রিসমাস কার্ড প্রতিযোগিতা ২০২২

নিউজ ডেস্ক
সত্যবাণী

টাওয়ার হ্যামলেটসঃ উৎসবের মরসুম দ্রুত ঘনিয়ে আসছে। তাই টাওয়ার হ্যামলেটসের মেয়র কাউন্সিলের বার্ষিক কর্পোরেট ক্রিসমাস কার্ডের জন্য রঙিন ডিজাইন বা নকশা তৈরি করতে বারার প্রতিভাবান খুদে সৃজনশীলদের প্রতি আহ্বান জানিয়েছেন।প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিল্পীদের উদ্ভাবনী হতে এবং উৎসব সিজন ও বারারা থিম এর উপর ভিত্তি করে ক্রিসমাস কার্ডের ডিজাইন আঁকতে বা কোলাজ করতে উৎসাহিত করা হচ্ছে। ইমেলের মাধ্যমে ডিজাইন জমা দেয়ার শেষ সময় হচ্ছে মঙ্গলবার, ৮ নভেম্বর দুপুর ২টা।

গত বছর, টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এই ক্রিসমাস কার্ড ডিজাইন প্রতিযোগিতায় ১০০ টিরও বেশি এন্ট্রি জমা পড়েছিলো।টাওয়ার হ্যামলেটসের মেয়র লুৎফুর রহমান বলেছেন, “আমাদের জনপ্রিয় ক্রিসমাস প্রতিযোগিতা খুদে শিল্পীদের যতটা সম্ভব উদ্ভাবনী হওয়ার সুযোগ দেয় এবং একটি আকর্ষনীয় সত্যিকারের টাওয়ার হ্যামলেটস থিমযুক্ত ডিজাইন নিয়ে আসে যা বড়দিনের আনন্দ ছড়িয়ে দিতে সাহায্য করবে। আমি নিশ্চিত যে প্রত্যাশিত এন্ট্রিগুলো থেকে একটি বিজয়ী নকশা বেছে নেওয়ার একটি কঠিন কাজ আমাদের করতে হবে। প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের জন্য শুভকামনা।এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের অবশ্যই পাঁচ থেকে ১১ বছর বয়সী হতে হবে এবং তাদেরকে এই বরায় বসবাস কিংবা এখানকার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী হত হবে।ডিজাইনটি ইমেইলে পাঠানোর সময় সন্তানের নাম, বয়স, যোগাযোগের ফোন নাম্বার, স্কুল ও ঠিকানা উল্লেখ করতে হবে। ইমেইলের সাবজেক্ট লাইনে লিখতে হবে ‘মেয়রস্ ক্রিসমাস কার্ড কম্পিটিশন ২০২২’ (মেয়রের ক্রিসমাস কার্ড প্রতিযোগিতা ২০২২)। communications@towerhamlets.gov.uk-এ ডিজাইনটি পাঠান।কাউন্সিলের ক্রিসমাস কার্ডে প্রদর্শিত বিজয়ী এন্ট্রিগুলো ছাড়াও, সমস্ত এন্ট্রির ছবিগুলো আমাদের ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া চ্যানেল এবং নিউজলেটার সহ কাউন্সিলের অভ্যন্তরীণ এবং বাহ্যিক যোগাযোগগুলিতে প্রদর্শিত হতে পারে৷

You might also like