ক্লিনিক্যাল বর্জ্য সঠিকভাবে ফেলতে বাসিন্দাদের প্রতি আহ্বান

নিউজ ডেস্ক
সত্যবাণী

টাওয়ার হ্যামলেট্সঃ টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,আবর্জনা অপসারণকালে আমরা ইদানিং বিপুল পরিমাণে ক্লিনিক্যাল বর্জ্য পাচ্ছি।যেমন প্লাস্টিকের ডায়ালিসিস টিউব, খাওয়ানোর টিউব এবং অন্যান্য চিকিৎসা সরঞ্জামাদি,যা ভুলভাবে রিসাইক্লিং বা পূণঃব্যবহার উপযোগী ব্যাগে এবং কমিউন্যাল রিসাইক্লিং বিনে রাখা হচ্ছে।

ক্লিনিক্যাল বর্জ্যগুলো রোগবালাই ছড়ানোর হুমকি তৈরী করে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, যদি আপনার ঘরে ক্লিনিক্যাল বর্জ্য তৈরী হয় এবং আপনি এধরনের চিকিৎসা সম্পর্কিত আবর্জনা বা বর্জ্য সংগ্রহের সার্ভিসটি না পেয়ে থাকেন, তাহলে দয়া করে রেফারেলের জন্য আপনার জিপির সাথে যোগাযোগ করুন।ক্লিনিক্যাল ওয়্যেস্ট বা চিকিৎসাসম্পর্কিত বর্জ্য সম্পর্কে আরো তথ্য জানতে আমাদের ওয়েবসাইট www.towerhamlets.gov.uk/lgnl/environment_and_waste/ recycling_and_waste/waste_collections.aspx ভিজিট করুন। এছাড়া আপনার যদি করোনাভাইরাসের লক্ষণ থাকে, তাহলে কিভাবে নিরাপদে বর্জ্য অপসারণ করবেন, সে সম্পর্কিত নির্দেশিকাও এই ওয়েবপেজে পাবেন।

You might also like