খোলা বাজারে ডলারের দাম ১০০ টাকা ছাড়ালো

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ দেশের খোলা বাজারে ডলারের দাম প্রথমবারের মতো ১০০ টাকা ছাড়িয়ে গেছে। রাজধানীর বিভিন্ন এলাকায় মানি এক্সচেঞ্জে প্রতি ডলার সর্বোচ্চ ১০২ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। এরপরও মানি এক্সচেঞ্জগুলো পর্যাপ্ত ডলার সরবরাহ করতে পারছে না।মঙ্গলবার (১৭ মে) বেশ কয়েকটি মানি এক্সচেঞ্জ কোম্পানির সঙ্গে কথা বলে জানা গেছে, ডলারের চাহিদা ক্রমাগত বাড়তে থাকায় এবং সরবরাহে সংকট হওয়ায় এভাবে বাড়ছে ডলারের দাম। আগের দিন, অর্থাৎ গতকাল সোমবারও ৯৭-৯৮ টাকা দরে ডলার কেনাবেচা হচ্ছিল। গত ১২ মে পর্যন্ত ডলারের চাহিদা মেটাতে বাংলাদেশ ব্যাংক ৫.১১ বিলিয়ন ডলার বিক্রি করেছে। তবে আগের বছরের তুলনায় চলতি অর্থবছরের এপ্রিল পর্যন্ত রেমিট্যান্স প্রায় ১৭% কমে যাওয়া এবং উচ্চ আমদানি প্রবৃদ্ধির কারণে ডলারের চাহিদা অনেক বেড়ে গেছে।গত জানুয়ারির শুরুতে ডলারের বিনিময়মূল্য ২০ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা করেছিল কেন্দ্রীয় ব্যাংক। এরপর ২৩ মার্চ ২০ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা ২০ পয়সা করা হয়েছিল। গত ২৭ এপ্রিল বাড়ানো হয় ২৫ পয়সা। তাতে ১ ডলারের বিনিময়মূল্য দাঁড়ায় ৮৬ টাকা ৪৫ পয়সায়। সর্বশেষ ৯ মে ডলারের বিনিময়মূল্য ২৫ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়।

You might also like