গণতন্ত্রী পার্টি নেতা সৈয়দ সয়েফ আহমেদের ইন্তেকাল

সিলেট করেসপন্ডেন্ট
সত্যবাণী

সিলেট: গণতন্ত্রী পার্টি সিলেট জেলা শাখার সহসভাপতি সৈয়দ সয়েফ আহমেদ ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহ ই ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার স্থানীয় সময় বাদ মাগরিব সিলেটে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিলো আনুমানিক ৬৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা ও এক পুত্রসন্তান রেখে গেছেন।

তাঁর মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষনিক সিলেট শহরের শাহী ঈদগাহস্থ তাঁর বাসায় যান গণতন্ত্রী পার্টি সিলেট জেলা শাখার সভাপতি আরিফ মিয়া ও ঐক্যন্যাপ জেলা শাখার সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস বাবুলসহ অন্যান্য নেতৃবৃন্দ। তাঁরা মরহুমের শোকসন্তপ্ত পরিবার পরিজনদের সমবেদনা জানান।

ন্যাপের কেন্দ্রীয় নেতা প্রয়াত চাচা, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের প্রাক্তন জননন্দিত চেয়ারম্যান মরহুম সৈয়দ আব্দুল হান্নানের হাত ধরে সদ্য প্রয়াত সৈয়দ সয়েফ আহমেদের রাজনীতিতে হাতেখড়ি। সেই শৈশব থেকে শুরু করে প্রতিটি প্রগতিশীল রাজনৈতিক আন্দোলনে চাচার সাথে তিনিও ছিলেন রাজপথে স্বক্রিয়। ৮০ দশকের পুরো সময় জুড়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে সিলেটের রাজপথে সার্বক্ষনিক সরব উপস্থিতি ছিলো সৈয়দ সয়েফের। বাংলাদেশের বাম প্রগতিশীল রাজনীতির পুরোধা পুরুষ মরহুম পীর হবিবুর রহমান, সিলেটের সর্বজন শ্রদ্ধেয় জননেতা প্রয়াত আব্দুল হামিদ, প্রয়াত গুলজার আহমেদ, ইকবাল আহমেদ চৌধুরীসহ অন্যান্য নেতাদের স্নেহধন্য ছিলেন সৈয়দ সয়েফ। ৮০’র দশকের শেষদিকে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) ভেঙ্গে গণতন্ত্রী পার্টির জন্ম হলে চাচা সৈয়দ আব্দুল হান্নানকে ছেড়ে সৈয়দ সয়েফ আহমেদ চলে আসেন গণতন্ত্রী পার্টিতে। ঐসময় তাঁর রাজপথের সহযোদ্ধাদের মধ্যে ছিলেন ৮০’র দশকের স্বৈরাচার বিরোধী ছাত্রনেতা রুহুল কুদ্দুস বাবুল, সৈয়দ আনাস পাশা, তাঁর চাচাতো ভাই সৈয়দ হাসান, গণতন্ত্রী পার্টির প্রয়াত নেতা মাসুম আহমেদ, এম এ হক, এম এ ওয়াদুদ ও মজনুর রহমানসহ অন্যান্যরা।

৮০’র দশকে পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান সিলেট শহরের তালতলাস্থ রহমানিয়া বোর্ডিং এর ম্যানেজারের দায়িত্ব পালনকালীন সময়ে সৈয়দ সয়েফের কর্মস্থল ছিলো স্বৈরাচার বিরোধী ছাত্র ও যুব আন্দোলনের কর্মীদের নিয়মিত আড্ডাস্থল।

শনিবার নামাজে জানাজা

এদিকে, আগামীকাল শনিবার বাদজোহর নিজ গ্রাম জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর দরগাহ মসজিদ প্রাঙনে সৈয়দ সয়েফ আহমেদের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে সত্যবাণীকে জানিয়েছেন তাঁর চাচাতো ভাই বার্মিংহাম থেকে প্রকাশিত সংবাদ মাধ্যম বাংলা মেইলের সম্পাদক সৈয়দ নাসির আহমেদ। জানাজা শেষে দরগাহ মসজিদের পাশেই অবস্থিত পারিবারিক গুরুস্তানে সমাহিত হবেন প্রগতিশীল সমাজ প্রতিষ্ঠা আন্দোলনের আজীবন লড়াকু সৈনিক সৈয়দ সয়েফ আহমেদ।

 

You might also like