গত ২৪ ঘণ্টায় দেশে ৩০ জন করোনা আক্রান্ত

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা র্পযন্ত ২৪ ঘণ্টায় দেশে ৩০ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। আজ এক তথ্যবিবরণীতে বলা হয়, নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৫ দশমকি ১৪ শতাংশ। এ সময় ৫৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে ১ জন মৃত্যুবরণ করেছে। এ পর্যন্ত ২৯ হাজার ৪৮১ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৪ হাজার ১৭৯ জন।

You might also like