গোলাপগঞ্জে রাস্তা সংস্কারের দাবিতে হিলালপুর পয়েন্টে মানববন্ধন

নিউজ ডেস্ক
সত্যবাণী

সিলেট: সিলেটের গোলাপগঞ্জে সিলেট জকিগঞ্জ সড়কের বাইপাস পয়েন্ট থেকে হিলালপুর পর্যন্ত রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকাল ১১টায় সিলেট-জকিগঞ্জ সড়কের হিলালপুরে হেতিমগঞ্জ চৌমুহনী বাজার বণিক সমিতির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।হেতিমগঞ্জ চৌমুহনী বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল মালিক মলিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলাল আহমদ এবং দপ্তর সম্পাদক শামছুল ইসলাম আনার যৌথ পরিচালনায় মানববন্ধন পরবর্তী সভায় ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, প্রধান অতিথির বক্তব্যে এড.ইকবাল আহমদ চৌধুরী বলেছেন আগামী ১ মাসের মধ্যে রাস্থার কাজ সম্পূর্ণ করার আপ্রাণ চেস্টা করা হবে।

গোলাপগজ্ঞে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন বারাকা পতেঙ্গা পাওয়ার প্লান্টের ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর শাফি চৌধুরী এলিম, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি ও গোলাপগঞ্জ প্রেসক্লাবে সভাপতি আব্দুল আহাদ, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য মুজিবুর রহমান মুজিব, বাংলাদেশ শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সহ-সভাপতি সেলিম আহমদ ফলিক, ফুলবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এডভোকেট মামুন আহমদ রিপন, ফুলবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশাহিদ আলী, সমাজ সেবক ও রাজনীতিবিদ আব্দুল হানিফ খান, হেতিমগঞ্জ বাজার বণিক সমিতির কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন আনা, সাংগঠনিক সম্পাদক জামাল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ, হেতিমগঞ্জ শ্রমিক ইউনিয়ন সিএনজি শাখার সাধারণ সম্পাদক আলা উদ্দিন, খয়রুগঞ্জ মসজিদ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি এম এ গফফার, ব্যবসায়ী নজরুল ইসলাম, গোলাপগঞ্জ যাত্রী কল্যাণ পরিষদের আহবায়ক সুজন খান, হেতিমগঞ্জ বণিক সমিতির প্রচার সম্পাদক আবুল কাশেম, সাবেক সভাপতি কামাল উদ্দিন খান, ইউপি সদস্য গিয়াস উদ্দিন, এডভোকেট রিপলু মিয়া।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন হিলালপুর শাপলা সমাজ কল্যাণ সংঘের সভাপতি সুলেমান আহমদ ও সাধারণ সম্পাদক আজহার আহমদ, সাবেক সভাপতি সাকের ইসলাম, অগ্রদূত ছাত্র পরিষদ সিলেট এর সভাপতি ও আবিয়া খানম ব্রিলিয়ান্স কেয়ারের প্রিন্সিপাল কাবিল আহমদ ইমন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সভাপতি আহমদ হুসাইন,সাংঘটনিক সম্পাদক আব্দুর রাবু, কোষাধ্যক্ষ আব্দুর রব জাহিদ, হিলালপুর শহিদ আব্দুল খালিক সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক শাহেদ আহমদ, সবুজ সাথী ক্রীড়া সংঘের সহ-সভাপতি কামরুল ইসলাম, একতা তরুণ সংঘের সাধারণ সম্পাদক মাহিন রহমান, বিজয় ছাত্র ও যুব সংঘের সভাপতি মোশাহিদ আহমদ, হেতিমগঞ্জ হেল্পিং হ্যান্ডসের সদস্য আং রহিম জগলু, উত্তরা ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সহ-সভাপতি রুবেল আহমদ, দক্ষিন মাইজভাগ ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ, মরহুম হাজী মকবুল আলী স্মৃতি পরিষদের শিক্ষা বিষয়ক সম্পাদক মকসুদ আহমদ, আল মদিনা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি রিয়ান আহমদ, শাহ আব্দুল খালিক

সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সাহিদ চৌধুরী, উত্তরা ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সহ-সভাপতি রুবেল আহমদ রফিক, মখছুদ আহমদ, আসাদুজ্জামান পাপ্পু, মোঃ আব্দুল্লাহ, আতাউর রহমান আতা, জুবের আহমদ প্রমুখ।এছাড়াও মানবন্ধনে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন ও শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে সিলেট জকিগঞ্জ সড়কের বাইপাস পয়েন্ট থেকে হিলালপুর পর্যন্ত অল্প কিছু অংশ রাস্তা অজানা কারণে সংস্থার না করায় জনসাধারণের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।এই অংশে প্রতি নিয়ত জানজট লেগেই থাকে। বক্তারা রাস্তা সংস্কারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

You might also like