“গ্রেটার যশোর এসোসিয়েশন ইউকে”র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি ডেস্ক
সত‍্যবাণী

লন্ডন: “গ্রেটার যশোর এসোসিয়েশন ইউকে” ২১ মার্চ ২০২৫ শুক্রবার এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে। এতে মূলতঃ সংগঠনটির সদস‍্যরা অংশ নেন।
পূর্ব লন্ডনের মাইল এন্ড রোডে ঢাকা বিরিয়ানী রেস্টুরেন্টে উল্লেখযোগ‍্য সংখ‍্যক সদস‍্য, তাদের অনেকেরই পরিবার, বন্ধুবান্ধব ও কতিপয় অতিথির উপস্থিত ছিলেন। এতে কমিউনিটির বিখ‍্যাত আইনজীবী এবং সংগঠনের ফাউন্ডার কনভেনর ব‍্যারিষ্টার মোঃ কামরুল হাসান অভ‍্যাগতদের স্বাগত জানান এবং কষ্ট করে উপস্থিত হওয়ার জন‍্য সবাইকে ধন‍্যবাদ জানান ও সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইফতেহাদুল ইসলাম শিমুল।

ইফতারের প্রাক্কালে রমজান ও ইফতারের গুরুত্ব ও করণীয় নিয়ে সবার উদ্দেশ‍্যে কথা বলেন সংগঠনের সিনিয়র মেম্বার ডক্টর মোহাম্মদ কামরুল হাসান।
এরপর ইফতারের অব‍্যবহিত আগে এ‍্যাডভোকেট মতিউর রহমানের পরিচালনায় দোয়ার পর সময় হলে সবাই ইফতার করেন।

নানা পদের খাবারসহ অত‍্যন্ত আন্তরিক পরিবেশে সবাই ইফতার সেরে নেন আর মাগরিবের নামাজ শেষে চা পানকালে একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন ও পরস্পর পরস্পরের সঙ্গে কিছুক্ষণের জন‍্যে হলেও আলাপচারিতায় মগ্ন হন।

এখানে উল্লেখ‍্য যে অতিথিদের মধ‍্যে ব‍্যারিস্টার শামস উদ্দিন , লেকচারার এরিনা সিদ্দিকী সুপ্রভা এবং এমকিউ হাসান সলিসিটরস এর ব‍্যরিস্টার রাউহা রেজা ইফতারে অংশ গ্রহন করেন।
এছাড়া ইফতার পার্টিতে উৎসাহ মুলক বক্তব্য রাখেন সংগঠনের সদস‍্যা বিউটি এবং রিভা।সংগঠনের সিনিয়র মেম্বার ওমর ফারুক ইসলামী সংগীত পরিবেশন করেন।

এ অনুষ্ঠানটির আয়োজনে নানাভাবে অবদান রাখার জন‍্য এবং সফল করার জন‍্য সংশ্লিষ্ট সবাইকে বিশেষ ধন্যবাদ জানান সংগঠনের কনভেনর ব‍্যারিস্টার মোঃ কামরুল হাসান ।

You might also like