চীন-রাশিয়াও রোহিঙ্গা সমস্যার সমাধান চায়

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ চীন ও রাশিয়াও রোহিঙ্গা সমস্যার সমাধান চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত এক অনুষ্ঠান শেষে তিনি এ কথা জনান।ড. এ কে আব্দুল মোমেন বলেন, জাতিসংঘে এই প্রথমবারের মতো সর্বসম্মতিক্রমে রোহিঙ্গা রেজুলেশন গৃহীত হয়েছে। রাশিয়া-চীন আগে রোহিঙ্গা ইস্যুতে বাধা দিতো। তবে তারা এবার চুপ ছিলো। তারাও এই সমস্যা দূর করতে চায়। রাশিয়ার সঙ্গে আমার আলাপ হয়েছে, চীনের সঙ্গেও আলাপ হয়েছে। সব দেশই রোহিঙ্গা ইস্যুর শান্তিপূর্ণ সমাধান চায়।তিনি বলেন, জাতিসংঘে প্রথমবারের মতো সর্বসম্মতিক্রমে রোহিঙ্গা রেজুলেশন গৃহীত হয়েছে। এটির রাজনৈতিক মূল্য রয়েছে। এই সিদ্ধান্তের ফলে রোহিঙ্গা ফেরাতে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি হবে।এটা আমাদের জন্য একটি বিরাট সুখবর বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।

You might also like