ছাতকের আমেরতলে দফায় দফায় দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত-২০

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের ছাতকে ভূমি সংক্রান্ত বিরোধের জের ধরে দফায় দফায় দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। বুধবার সকালে উত্তর খুরমা ইউনিয়নে আমেরতল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল আহমদ ও তার চাচাতো ভাই কাপ্তান মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল।গত মঙ্গলবার আমেরতল গ্রামের মাঠে জমিতে আমন ধানের বীজতলায় কাজ করতে যান কাপ্তান মিয়া পক্ষের লিটন মিয়া। এ সময় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষরা লিটন মিয়ার উপর হামলা চালিয়ে আহত করে। এ নিয়ে বিকেলে স্থানীয় আমেরতল বাজারে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ ঘটনার জের ধরে বুধবার সকালে আবারো উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। দু’দিনের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্যান্য আহতদের স্থানীয় ভাবে ভর্তী ও চিকিৎসা দেওয়া হয়েছে।এ বিষয়ে ছাতক থানার ওসি মোস্তফা কামাল জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

You might also like