ছাতকের দক্ষিন খুরমায় ত্রাণের জন্য হাহাকার

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল সুনামগঞ্জে ভয়াবহ বন্যার কয়েক দিন কেটে গেছে। এরই মধ্যে বিভিন্ন এলাকা থেকে পানি নামতে শুরু করেছে। তবে এখন পর্যন্ত বন্যা দুর্গত কিছু কিছু জায়গায় বন্যার্তদের কাছে কোন ত্রাণ পৌঁছায়নি বলে ভুক্তভোগীদের অভিযোগ করেছেন।ছাতক উপজেলার খুুরমা দক্ষিন ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষজন ত্রানের জন্য হাহাকার করছেন। গত দুই দিনে সেনাবাহীনির পক্ষ থেকে ৫শত প্যাকেট দেওয়া হলেও তা অত্যন্ত অপ্রতুল। এ ইউনিয়নে এখনো হাজারো মানুষ আশ্রয় কেন্দ্রে রয়েছেন। ক্ষয়ক্ষতির পরিমান বেশি ও হতদরিদ্র মানুষজনের সংখ্যা বেশি বলে দাবি করেন ইউপি চেয়ারম্যান আবু বকর ছিদ্দিক। মানবিক দৃষিকোন থেকে অতিদ্রুত প্রয়োজনীয় ত্রাণ সহায়তা প্রদানের জন্য স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, উপজেলা পরিষদেও চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহি অফিসার মামুনুর রহমানসহ সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন ইউপি চেয়ারম্যান আবু বকর ছিদ্দিক।

 

You might also like