ছাতকে কৃষকদরে মাঝে বনিামূল্যে ধান বীজ ও সার বতিরণ

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুৃনামগঞ্জের ছাতকে কৃষকদরে মাঝে বনিামূল্যে ধান বীজ ও রাসায়নকি সার বতিরণ করা হয়ছে।গতকাল বুধবার সকালে উপজলো কৃষি সম্প্রসারণ অধদিপ্তর থকেে উপজলোর নোয়ারাই ও ইসলামপুর ইউনয়িনরে ১৮০ জন কৃষকরে মধ্যে এসব ধান বীজ ও সারায়নকি সার আনুষ্ঠানকি বতিরণ করনে কৃষি সম্প্রসারণ অধদিপ্তর সলিটে অঞ্চলরে অতরিক্তি পরচিালক দলিীপ কুমার বশ্বিাস ও উপজলো কৃষি র্কমর্কতা কৃষবিদি তৌফকি হোসনে খান। প্রত্যকে উপকারভোগী কৃষককে ১বঘিা জমরি বপিরীতে ৫ কজেি উফশী আউস ধান বীজ, ২০ কজেি ডএিপি সার ও ১০ কজেি এমওপি সার দয়ো হয়। পরে উপজলোর চরমহল্লা ইউনয়িনরে কৃষক অজতি কুমার দাসরে হাতে একটি ধান কাটার মশেনি কম্বাইন হারভষ্টোররে প্রতকিী চাবি তুলে দনে প্রধান অতথিি কৃষি সম্প্রসারণ অধদিপ্তর সলিটে অঞ্চলরে অতরিক্তি পরচিালক দলিীপ কুমার বশ্বিাস।

এ নয়িে উপজলোর বভিন্নি ইউনয়িনে মোট ৬টি কম্বাইন হারভষ্টোর মশেনি বতিরণ করা হয়। এসময় উপজলো কৃষি সম্প্রসারণ র্কমর্কতা রফকিুল ইসলাম, উপসহকারী উদ্ভদি সংরক্ষণ র্কমর্কতা সুনর্মিল তালুকদার, উপসহকারী কৃষি র্কমর্কতা আলাউদ্দনি, শাহ পারভজে, নাসরি উদ্দনি, সঞ্জয় কুমার কর, সুহবে মাহমুদ, ফারুক আহমদ, আরফি চৌধুরী ও বদ্যিুৎ তালুকদার উপস্থতি ছলিনে। এ ছাড়া উপজলো কৃষি বভিাগরে উদ্যোগে আধুনকি প্রযুক্তরি মাধ্যমে কৃষক র্পযায়ে উন্নতমানরে ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বতিরণ প্রকল্পরে আওতায় উপজলোর ছাতক সদর ইউনয়িনরে চাইরচরিা গ্রামরে আউস ধান উৎপাদনকারী কৃষক মাঠ স্কুলরে সশেন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতথিরি বক্তব্য রাখনে, অতরিক্তি পরচিালক দলিীপ কুমার বশ্বিাস।পরে উপজলোর কালারুকা ইউনয়িনরে গড়গাঁও গ্রামরে মাঠে কৃষকদরে প্রশক্ষিণ প্রদান করনে।

You might also like