ছাতকে ছুরিকাঘাতে যুবক খুনের ঘটনায় ১ জন আটক

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সুনামগঞ্জের ছাতক উপজেলায় পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। ২ সেপ্টেম্বর শনিবার ভোরে সুরমা নদীর পাড়ে ছাতক সিমেন্ট ফ্যাক্টরির ট্রান্সপোর্ট এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত মোজাম্মেল হোসেন মাসুম (৩৫) পৌর এলাকার পূর্ব নোয়ারাই গ্রামের সাবেক মেম্বার,ওয়ার্ড আ’লীগ সভাপতি মফিজুর রহমানের ছেলে।ছাতক থেকে সংবাদদাতা জানান, গভীর রাতে ছাতক সিমেন্ট ফ্যাক্টরির ট্রান্সপোর্ট এলাকায় ডেকে নিয়ে মাসুমকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় প্রতিপক্ষ।এ সময় স্থানীয়রা ধাওয়া করে লাফার্জ-হোলসিম কারখানা এলাকা থেকে হোসাইন আহমদ (২৫) নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। আটক হোসাইন আহমদ পৌরসভার বাগবাড়ি মহল্লার হুমায়ুন কবিরের পুত্র। এদিকে, ছুরিকাঘাতে গুরুতর আহত মোজাম্মেল হোসেন মাসুমকে রাতেই ছাতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছাতক থানার পুলিশ জানায়, লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত ১ জনকে আটক করা হয়েছে।

You might also like