ছাতকে জাউয়াবাজার ইউপিতে ত্রিমুখী লড়াই

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের ছাতকে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আ.লীগের মধ্যে দলীয় প্রাথীকে নিয়ে গৃহবিবাদ শুরু হয়েছে। আ.লীগের দলীয় কোন্দল এখন গ্রাম পাড়া মহল্লায় আলোচনা সমালোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।এ নিয়ে এমপি মানিক ও মেয়র কালাম দু’ বলয়ের সমর্থিত দলীয় নেতাকমীরা চাঙ্গা হয়ে উঠেছেন।এ উপজেলায় আ’লীগের রাজনীতি মুলত দুই যুগের অধিক সময় ধরে এমপি মানিক ও মেয়র কালামের নেতৃত্বে বিভক্ত রয়েছে। জানান যায়, এতে সাংগঠনিক কর্মকান্ড দ্বৈত বলয়ের টানাটানিতে পড়েছে ইউপি নির্বাচন।দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১১জন চেয়ারম্যান পদে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।আ.লীগের ঘরে মারাত্বক গৃহবিবাদ দেখা দিয়েছে গ্রাম পাড়া মহল্লায়।প্রতিক বরাদ্দ পেয়ে নির্বাচনী মাঠে নেমে নেমেছেন প্রার্থীরা। ব্যাপক উৎসব মুখর পরিবেশে গনসংযোগ নৌকার প্রার্থীর বিরুদ্ধে প্রচার মিছিল অব্যাহত রয়েছে।

জাউয়া বাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান মুরাদ হোসেন (মোটরসাইকেল) যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আ.ীগের বিদ্রোহী)আলহাজ্ব নুরুল ইসলাম আওয়ামীলীগ (নৌকা), ও ব্যবসায়ি আসাদুর রহমান পীর (চশমা) মধ্যে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে বলে ভোটাররা দাবি করেছেন। এদিকে ক আফরোজআলী(অটোরিকশা) আ.লীগের বিদ্রোহী), আব্দুল হক(ঘোড়া), আ.লীগের বিদ্রোহী)আল আমিন(টেবিলফ্যান), আ.লীগের বিদ্রোহী) আসাদুল হক মঞ্জু, জমিয়তে উলামায়ে ইসলাম (খেজুর গাছ), লায়েক আহমদ( ঢোল), সুবেদ আহমদ রাজন (টেলিফোন),রেজা মিয়া তালুকদার (আনারস)আ.লীগের বিদ্রোহী)সহ ১১জন প্রাথী বিভিন্ন প্রতিক নিয়ে লাড়াই করছেন মাঠে।

You might also like