ছাতকে বিট পুলিশিং বিষয়ক পৃথক উঠান বৈঠক অনষ্টিত
শামীমআহমদতালুকদার
সত্যবাণী
সুনামগঞ্জথেকেঃ সুনামগঞ্জের ছাতকে বিট পুলিশিং বিষয়ক কার্যক্রমের পৃথক ৩টি স্থানে উঠান বৈঠক অনুষ্টিত হয়েছে। সোমবার সন্ধ্যায় ছাতক পৌরসভার এক,দুই ও তিন নং ওয়ার্ডেও ছাতক সিমেন্টফ্যাক্টরী সংলগ্ন ৪নং এলাকাবাজাওে বিটপুলিশিং বিষয়ক বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছাতক-দোয়ারাবাজার সার্কেলের সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার মো.বিল্লাল হোসেন।
“বিট পুলিশিং বাড়ীবাড়ী, নিরাপদ সমাজগড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সন্ত্রাস দমন, জঙ্গিবাদ ও ইভটিজিং রোধে এই উঠান বৈঠকে বক্তব্য রাখেন, ছাতক থানার নবাগত ওসি আহমদ সঞ্জুর মোরশেদ, থানার উপ-পরিদর্শক হাবিবুর রহমান (পিপিএম), বিটকর্মকর্তা ও উপ-পরিদর্শক মো.দেলোয়ার হোসেন, ছাতক সিমেন্ট কোম্পানী (সিবিএ) সাধারন সম্পাদক আব্দুল কদ্দুছ, ২নং ওয়ার্ড কাউন্সিলর সুদিপ কুমার দে, ছাতক সিমেন্ট ফ্যাক্টরীর নিরাপত্তা কর্মকর্তা শহিদুল ইসলাম মোল্লা, সহাকারী বিট মো.জয়নাল আবেদীন, নোয়ারা ইইসলামপুর গ্রামের পক্ষে বক্তব্য রাখেন, জামিল আহমদ প্রমূখ।
থানা পুলিশের আয়োজনে অনুষ্টিত উঠান বৈঠকে সহকারী পুলিশ সুপার মো.বিল্লাল হোসেন বলেন, দেশ ও সমাজ রক্ষায় সন্ত্রাস দমন,জঙ্গিবাদ ও ইভটিজিং রোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এর এসব দমনে পুলিশের পাশাপাশি স্থানীয় লোকজনের সার্বিক সহযোগিতা একান্ত প্রয়োজন।তিনি বলেন,এলাকার মানুষের সচেতন হলেই সমাজ থেকে মাদক নিমূল করা সম্ভব হবে।এ জন্য স্থানীয় সকলকেই পুলিশকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানান। ঊঠান বৈঠকে শিক্ষক,চাকুরীজীবী,ব্যবসায়ীসহ নানা শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।এরআগে পৌরসভা বাড়বাড়ী ও তাতিকোনা আবাসিক এলাকায় পৃথক আরও দুটি উঠান বৈঠক অনুষ্টিত হয়।